বাজিস-১১ : নড়াইলে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরন বিষয়ক কর্মশালা

216

বাজিস-১১
নড়াইল- কর্মশালা
নড়াইলে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরন বিষয়ক কর্মশালা
নড়াইল, ৯ মার্চ ২০২০ (বাসস) : জেলায় আজ স্বাভাবিক প্রসব সেবা (এমসিএইচ) জোরদারকরন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর-এর উদ্যোগে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশিদা সুলতানা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মো. আব্দুস সালাম, জেলার সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন, জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম, বিএমএ-এর জেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন তাপস ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টনি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মি ও স্বাস্থ্যসহকারী এবং গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯৫৫/এমকে