বাসস দেশ-৭ : ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডলের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

114

বাসস দেশ-৭
মন্ত্রী-ক্ষিতিশ-শোক বার্তা
ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডলের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
ঢাকা, ৯ মার্চ ২০২০ (বাসস): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বঙ্গবন্ধু সরকারের প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বিবৃতিতে মন্ত্রী বলেন, ক্ষিতিশ চন্দ্র মন্ডলের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, তার অসাম্প্রদায়িক মানসিকতা ও একজন সজ্জন ব্যক্তি হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্যতা তাকে অমর করে রাখবে।
বঙ্গবন্ধু মন্ত্রিসভার প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল সোমবার সকাল ৯টায় পিরোজপুর শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল ১৯৭০ এবং ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের কৃষি মন্ত্রণালয় এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
বাসস/সবি/এসএস/১৫৫৫/কেএআর