বাসস ক্রীড়া-১১ : সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে উন্নতি হবে বাংলাদেশের

128

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-টি-২০
সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে উন্নতি হবে বাংলাদেশের
ঢাকা, ৮ মার্চ ২০২০ (বাসস) : আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজ জিতলেই আইসিসি টি-২০ র‌্যাংকিং-এ উন্নতি হবে টাইগারদের। এক ধাপ এগিয়ে নবমস্থানে উঠবে বাংলাদেশ।
বর্তমানে ২২৬ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে বাংলাদেশ। নবমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজেরও রেটিং ২২৬। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে নবম স্থানে ক্যারিবীয়রা।
তাই জিম্বাবুয়ের বিপক্ষে ১-০ বা ২-০ ব্যবধানে সিরিজ জিতলেই র‌্যাংকিংএ নবমস্থানে উঠবে বাংলাদেশ। ১-০ বা ২-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২২৭।
তবে সিরিজ ড্র করলে দশমস্থানেই থাকতে হবে বাংলাদেশকে। তখন রেটিং কমে হবে ২২৩।
আর যদি, ২-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ তবে রেটিং হবে ২২০। সেক্ষেত্রে দশমস্থানেই থাকবে টাইগাররা।
বাসস/এএসজি/এএমটি/১৯০০/স্বব