কঙ্গোয় সংঘর্ষে ৪ সৈন্য ও ১৩ বিদ্রোহী নিহত

237

বেনি (ডি আর কঙ্গো), ৮ মার্চ ২০২০ : ডি আর কঙ্গোয় সংঘর্ষে ৪ সৈন্য ও ১৩ বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী শনিবার এ কথা জানায়। খবর এ এফপি’র।
সেনা বাহিনীর আঞ্চলিক মুখপাত্র এন্থোনি মুয়ালরুশায়ি বলেন, উগান্ডা সীমান্তবর্তী কিভুর উত্তরাঞ্চলীয় বেনি প্রদেশে শুক্রবার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে কমপক্ষে আরো ৫ সৈন্য আহত হয়।
তিনি বলেন, সংঘর্ষে এডিএফ মিলিশিয়া বাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছে। তবে অপর সেনামুখপাত্র সিলভিয়ান একেঞ্জ জাতিসংঘের ওকাপাই রেডিওকে এ সংখ্যা ১৩ বলে উল্লেখ করেন।
এডিএফ মূলত প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি বিরোধী উগান্ডার একটি ইসলামপন্থী দল।
ইতোমধ্যে দলটির বিরুদ্ধে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত বেনি অঞ্চলে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে। অক্টোবরে সেনা বাহিনী অভিযান চালালে দলটি একের পর এক হত্যাযজ্ঞ চালায়।