বাসস দেশ-১৭ : চসিক নির্বাচনে জাপা’র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

120

বাসস দেশ-১৭
চসিক-মনোনয়নপত্র-প্রত্যাহার
চসিক নির্বাচনে জাপা’র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
চট্টগ্রাম, ৮ মার্চ, ২০২০ (বাসস): চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র প্রার্থী সোলাইমান আলম শেঠ মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ।
রোববার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসার রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে তিনি তার প্রত্যাহারপত্র জমা দেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ বলেন, ‘আমি মেয়র পদে নির্বাচনের মনোনয়ন থেকে সরে দাঁড়িয়েছি। রিটার্নিং কর্মকর্তার কাছে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করার আবেদন জমা দিয়েছি।’
তিনি ব্যক্তিগত ও দলীয় সিদ্ধান্তের কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন।
বাসস/জিই/এমএমবি/১৭০৯/-শআ