তথ্য কমিশনের সচিব পদে যোগদান করলেন সুদত্ত চাকমা

222

ঢাকা, ৮ মার্চ, ২০২০ (বাসস) : সরকারের সচিব পদমর্যাদায় তথ্য কমিশনের সচিব পদে যোগদান করেছেন সুদত্ত চাকমা। আজ রবিবার তিনি তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনারের নিকট যোগদান করেন।
যোগদানকালে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তথ্য কমিশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।