চীনে কোয়রাইনটাইনে রাখার হোটেল বিধ্বস্ত : নিহত ৪

232

বেইজিং, ৮ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): চীনের পূর্বাঞ্চলে কোয়ারাইনটাইনে রাখার কাজে ব্যবহৃত হোটেল বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছে।
দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় রোববার এ কথা জানায়।
সূত্র জানায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তুূপ থেকে ৩৮জনকে জীবিত উদ্ধার করেছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক। প্রাথমিকভাবে আটকা পড়ে ৭১ জন।
উপকূলীয় কোয়ানঝু শহরে ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। পিপলস ডেইলির খবরে বলা হয়েছে, যারা করোনাভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে তাদের সংস্পর্শে আসা লোকজনকে এই হোটেলে কোয়ারাইনটাইনে রাখা হচ্ছিল।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, নতুন চন্দ্র বর্ষের আগে থেকে ভবনটির প্রথম তলায় সংস্কারের কাজ চলছিল। ধসে পড়ার মাত্র কয়েকমিনিট আগে নির্মাণশ্রমিকরা মালিককে একটি পিলারে সমস্যা থাকার কথা জানায়।
ভবনের মালিককে পুলিশ তলব করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।