বাসস দেশ-২৭ : বিদ্রোহীদের প্রার্থীতা প্রত্যাহারের আহ্বান

238

বাসস দেশ-২৭
প্রার্থীতা-প্রত্যাহারের আহ্বান
বিদ্রোহীদের প্রার্থীতা প্রত্যাহারের আহ্বান
চট্টগ্রাম, ৭ মার্চ, ২০২০ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ শনিবার বিকেলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরের থিয়েটার ইন্সটিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় নগর আওয়ামী লীগ নেতারা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আগামীকাল ৮ মার্চের মধ্যে প্রার্থীতা প্রত্যাহারের জন্য এ আহ্বান জানান।
সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্ব করেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, রাজনীতি একদিনের বিষয় নয়। রাজনীতি চর্চা মানে দলের প্রতি সম্মান প্রদর্শন। দলের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন। দলীয় মনোনয়ন যারা পেয়েছেন, তারা ছাড়া বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কারো দলীয় সিদ্ধান্তের বাইরে যাবার সুযোগ নেই। একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে আগামীকাল মনোনয়ন প্রত্যাহার করতে বিদ্রোহীদের প্রতি আহবান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী ও খোরশেদ আলম সুজন।
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড.সুনীল সরকার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, আইন সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক সহ কার্য নির্বাহী পরিষদ সদস্য, ওয়ার্ড, থানা, ইউনিট আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/জিই/এফএইচ/২০২৫/-কেজিএ