সেদিন যারা বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল আজও তারা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে : ইনু

233

ঢাকা, ৭ মার্চ, ২০২০ (বাসস) : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সেদিন যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার বিরোধিতা করেছিল আজও তারাই দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনাতয়নে ৭ মার্চসহ ৭১-এর অগ্নিঝরা মার্চের ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ ঘটনাবলী স্মরণে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য ও পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফসর ডা. এম এ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, জাতীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন কাওসার প্রমুখ বক্তব্য রাখেন।
হাসানুল হক ইনু বলেন, স্বাধীনতার পতাকা উত্তোলণ, স্বাধীনতার ইশতেহার পাঠ ছাত্র-ছাত্রীদের প্রকাশ্য সামরিক প্রশিক্ষণসহ অগ্নিঝরা মার্চের ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ ঘটনাবলীর মধ্য দিয়ে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার লক্ষ্যে উত্থিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার লক্ষ্যে উত্থিত জাতির শাসন কর্তৃত্বভার গ্রহণ করেন এবং স্ব-শাসিত বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।
জনাব ইনু বলেন, সেদিন যারা বঙ্গবন্ধু ও স্বাধীনতার বিরোধীতা করেছিল আজও তারাই বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ঘোষিত-অঘোষিত, প্রকাশ্য-অপ্রকাশ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
ইনু বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভক্ত করার অপরাজনীতি নির্মূল করেই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে ১৯৭১ সালের মতই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠা করতে হবে।