‘করোনা’ ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা

370

জোহানেসবার্গ, ৭ মার্চ ২০২০ (বাসস) : ‘করোনা’ ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষন করে ভারত সফরে যাবে বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী রোববার ভারতের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে প্রোটিয়াদের। তবে ভারতে করোনা ভাইরাসের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষন করে সফরে যাবার ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত নিবে সিএসএ।
এক বিবৃতিতে সিএসএ জানায়, ‘স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতের জন্য সিএসএ ঝুঁিক মূল্যায়ন প্রক্রিয়ার সাথে জড়িত এবং খেলোয়াড়-স্টাফদের দেখভালের কাজটিও করছে।’
সিএসএ জানিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞের কাছ তথ্য সংগ্রহ করছে। এরমধ্যে আছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি ভারতীয় ক্রিকেট বোর্ড ও ভারতে স্থাপিত দক্ষিণ আফ্রিকা দূতাবাসের সাথে সার্বক্ষনিক যোগাযোগ ও বিভিন্ন পরামর্শ দিচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকা দলটি দুবাই হয়ে ভারতের যাবে। দিল্লিতে একদিন সময় কাটাবে তারা। এরপর ওয়ানডে সিরিজের জন্য ধর্মশালা, লাখনৌ ও কলকাতাতে যাবে তারা।’
তারা আরও জানায়, ‘খেলার ভেন্যুগুলোতে কোন ভাইরাসের ইঙ্গিত পাওয়া যায়নি এবং এই শহরগুলোতে চাটার্ড ফ্লাইটের মাধ্যমে ঝুঁিক হ্রাস করতে হবে। দুবাই ও দিল্লিতে কম ঝুঁকি বলে বিবেচিত হয়েছে।’
দলটিতে সর্তকতামূলক বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে এবং দলের সাথে সিএসএ মেডিকেল অফিসার ড. শোয়েব মানজরা থাকবেন।
আগামী ১২ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।