অভিবাসীদের এজিয়ান সাগর অতিক্রম বন্ধে তুর্কি কোস্টগার্ডদের এরদোগানের নির্দেশ

239

আঙ্কারা, ৭ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ঝুঁকি থাকায় অভিবাসীদের এজিয়ান সাগর পাড়ি দেয়া প্রতিরোধে তুর্কি কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
শুক্রবার রাতে কোস্টগার্ডের বরাত দিয়ে আনাদলু সংবাদ সংস্থার খবরে বলা হয়, ‘প্রেসিডেন্টের নির্দেশ থাকায় অভিবাসীরা আর এজিয়ান সাগর অতিক্রম করার অনুমতি পাবে না। কারণ এ সাগর অতিক্রম করা অনেক ঝুঁকিপূর্ণ।’