মাত্র ১ রানের ব্যবধানে উপরে-নিচে লিটন-তামিম

266

সিলেট, ৭ মার্চ ২০২০ (বাসস) : ‘অধিনায়ক’ মাশরাফি বিন মর্তুজার বিদায়ী ওয়ানডে সিরিজে মাত্র ১ রানের ব্যবধানে ব্যাটিং তালিকার উপরে-নিচে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। গতকাল শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান লিটনের। দ্বিতীয়স্থানে তামিম। তবে লিটন আর তামিমের মধ্যে রানের ব্যবধান মাত্র ১। অর্থাৎ, ৩ ম্যাচে লিটনের রান ৩১১, তামিমের ৩১০। দু’জনই ২টি করে সেঞ্চুরি করেছেন।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২৪৫ বলে ২৯২ রানের রেকর্ড জুটি গড়েন লিটন-তামিম। লিটন ১৭৬ ও তামিম অপরাজিত ১২৮ রান করেন।
সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১২৬ রান করেছিলেন লিটন। দ্বিতীয় ম্যাচে ৯ রানে আউট হন তিনি।
তামিম প্রথম ম্যাচে ২৪ রানে ফিরলেও, দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রান করেন।
লিটন-তামিমের পর তৃতীয় সর্বোচ্চ রান জিম্বাবুয়ের সিকান্দার রাজার। ৩ ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৪৫ রান করেছেন তিনি।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান ১০০ ৫০
লিটন দাস (বাংলাদেশ) ৩ ৩ ৩১১ ২ ০
তামিম ইকবাল (বাংলাদেশ) ৩ ৩ ৩১০ ২ ০
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) ৩ ৩ ১৪৫ ০ ২
ওয়েসলি মাধভেরে (জিম্বাবুয়ে) ৩ ৩ ১২৯ ০ ১
মোহাম্মদ মিঠুন (বাংলাদেশ) ৩ ৩ ৮২ ০ ১