বাসস ক্রীড়া-৭ : ৭ উইকেট নিয়ে শীষে সাইফউদ্দিন; ৪ উইকেট মাশরাফির

121

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-ওয়ানডে
৭ উইকেট নিয়ে শীষে সাইফউদ্দিন; ৪ উইকেট মাশরাফির
সিলেট, ৭ মার্চ ২০২০ (বাসস) : ‘অধিনায়ক’ হিসেবে নিজের বিদায়ী ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন বাংলাদেশের সফল দলপতি মাশরাফি বিন মর্তুজা।
গতকাল শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে উইকেট শিকারীর তালিকায় চতুর্থস্থানে রয়েছেন মাশরাফি। ২২ দশমিক ১ ওভার বল করে ১৩৪ রানে ৪ উইকেট নেন তিনি। গড় ৩৩ দশমিক ৫০। ইকোনমি ৬ দশমিক ০৪।
তবে ‘অধিনায়ক’ মাশরাফির বিদায়ী ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট বাংলাদেশের পেসার সাইফউদ্দিনের। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে ২ ম্যাচে ৭ উইকেট নেন তিনি। সমান ৬টি করে উইকেট নিয়ে দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছেন যথাক্রমে- বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ও জিম্বাবুয়ের পেসার চার্লটন মুম্বা।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ) ২ ২ ১৩.৩ ৬৩ ৭
তাইজুল ইসলাম (বাংলাদেশ) ৩ ৩ ২৮.০ ১১৭ ৬
চার্লটন মুম্বা (জিম্বাবুয়ে) ৩ ৩ ২৬.০ ১৭৮ ৬
মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ) ৩ ৩ ২২.১ ১৩৪ ৪
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ৩ ৩ ২৩.০ ১০৫ ৩
বাসস/এএসজি/এএমটি/১৭২৫/স্বব