করোনাভাইরাসের কারণে পিএসজি-স্ট্রাসবুর্গ ম্যাচ বাতিল

170

প্যারিস, ৭ মার্চ ২০২০ (বাসস) : স্ট্রাসবুর্গের বিপক্ষে শনিবার অনুষ্ঠিতব্য পিএসজি’র লিগ ওয়ানের ম্যাচটি করোনভাইরাসের কারণে বাতিল করা হয়েছে। ফরাসি ফুটবল লিগ (এলএফপি) গতকাল এক বিবৃতিতে এই ঘোষনা দিয়েছে।
বিশ্বব্যপী ছড়িয়ে পড়া ভয়াবহ এই ভাইরাসের কারনে এই প্রথম ফ্রেঞ্চ লিগের কোন ম্যাচ বাতিল করা হলো।
স্ট্রাসবুর্গের নিকটতম প্রদেশ হট-রিনে বেশ কয়েকজনের শরীরে সিওভিআইডি-৯ ভাইরাসের উপস্থিতি পজিটিভ আসায় ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে শুক্রবার ফরাসী স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল হঠাৎ করেই করোনাভাইরাসের প্রদাহ ১৫৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৭৭ জনে। এর মধ্যে গতকাল পর্যন্ত ২জনসহ সর্বমোট ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
ম্যাচ বাতিলের বিষয়টিতে অবশ্য বেশ স্বস্তি প্রকাশ করেছে পিএসজি। এ কারনে আগামী বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পার্ক ডি প্রিন্সেসে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচের আগে পিএসজি অতিরিক্ত একদিন বিশ্রামের সুযোগ পাবে।
স্ট্রাসবুর্গ বর্তমানে ফ্রেঞ্চ লিগ ওয়ান টেবিলের ১০ম স্থানে রয়েছে।