বাজিস-৫ : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

115

বাজিস-৫
বগুড়া- দুর্ঘটনা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত
বগুড়া,৭ মার্চ ২০২০ (বাসস): জেলার আদমদীঘি উপজেলায় আজ বিদ্যালয়ে যাবার পথে অটোরিকশার চাপায় পাঁখি খাতুন (৮) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার পিতাহার গ্রামে কুন্দগ্রাম-মটপুকুরিয়া সড়কেএ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার তিলছ পিতাহার গ্রামের আলম হোসেনের কন্যা ও জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁখি খাতুন আজ সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে কুন্দগ্রাম থেকে আসা আলুবোঝাই একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। স্থানিয়রা অটোরিকশাসহ চালক রায়হানকে আটক করে থানায় সোপর্দ করেছে।
বাসস/সংবাদদাতা/১৭১৫/এমকে