বাসস দেশ-১৩ : দুই কেজি স্বর্ণসহ গ্রেফতারের পর স্বপন রিমান্ডে

112

বাসস দেশ-১৩
স্বর্ণ উদ্ধার-রিমান্ড
দুই কেজি স্বর্ণসহ গ্রেফতারের পর স্বপন রিমান্ডে
ঢাকা, ৭ মার্চ, ২০২০ (বাসস): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি ৯০০ গ্রাম স্বর্ণসহ গ্রেফতারের পর স্বপন নামে এক ব্যক্তিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার মালয়েশিয়া থেকে স্বর্ণ নিয়ে আসার সময় স্বপনকে শাহজালাল বিমানবন্দরে তল্লাশী করে স্বর্ণ উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/এসই