বাজিস-৪ : ভোলার বোরহানউদ্দিনে জেলেদের মাঝে চাল বিতরণ

130

বাজিস-৪
ভোলা-চাল বিতরণ
ভোলার বোরহানউদ্দিনে জেলেদের মাঝে চাল বিতরণ
ভোলা, ৭ মার্চ ২০২০ (বাসস) : জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে একহাজার তিনশ’ জেলের প্রত্যেককে চল্লিশ কেজি করে চাল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য (ভোলা-২) আলী আজম মুকুল।
এসময় পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাগর হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মার্চ ও এপ্রিল এই দুইমাস নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলার ৭০ হাজার ৯৩৭টি জেলে পরিবারের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার।
বাসস/এইচএএম/১৬৩০/এমকে