বাসস বিদেশ-৩ : আফগানিস্তানে হামলার দায়িত্ব স্বীকার ইসলামিক স্টেট গ্রুপের

131

বাসস বিদেশ-৩
আফগানিস্তান-অস্থিরতা-আইএস
আফগানিস্তানে হামলার দায়িত্ব স্বীকার ইসলামিক স্টেট গ্রুপের
বৈরুত, ৭ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): ইসলামিক স্টেট জিহাদি গ্রুপ শুক্রবার আফগান রাজধানীর একটি রাজনৈতিক সমাবেশে বন্দুক হামলার দায়িত্ব স্বীকার করেছে। সেখানে ভয়াবহ এ হামলায় ২৯ জন নিহত ও ৬১ জন আহত হয়েছে। খবর এএফপি’র।
জিহাদি এ গ্রুপের এক বিবৃতিতে বলা হয়, ‘দুই ভাই মেশিনগান, হ্যান্ড গ্রেনেড ও রকেট চালিত গ্রেনেড দিয়ে কাবুলের ওই রাজনৈতিক সমাবেশ লক্ষ্য করে হামলা চালায়।’
বাসস/এমএজেড/১৪২০/জুনা