বাসস বিদেশ-২ : ইদলিবে অস্ত্রবিরতি চুক্তি প্রশ্নে ‘সন্তুষ্টি’ প্রকাশ আসাদের

128

বাসস বিদেশ-২
সিরিয়া-সংঘাত-ইদলিব-আসাদ
ইদলিবে অস্ত্রবিরতি চুক্তি প্রশ্নে ‘সন্তুষ্টি’ প্রকাশ আসাদের
দামেস্ক (সিরিয়), ৭ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার মিত্র দেশ রাশিয়া ও বিদ্রোহী সমর্থিত তুরস্কের মধ্যস্থতায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে অস্ত্রবিরতি চুক্তির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে একথা জানানো হয়। খবর এএফপি’র।
প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলার সময় আসাদ ইদলিব বিষয়ে এ চুক্তির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেন। বৃহস্পতিবার মস্কোতে তুরস্কের প্রেসিডেন্টের সাথে আলোচনা করে রাশিয়ার এ নেতা এ চুক্তি করেন।
বাসস/এমএজেড/১৪১০/জুনা