বাসস ক্রীড়া-১৪ : তামিম-লিটনের জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৩৪২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

225

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-জুটি
তামিম-লিটনের জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৩৪২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
সিলেট, ৬ মার্চ ২০২০ (বাসস) : দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪৩ ওভারের ম্যাচে ৩ উইকেটে ৩২২ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। বৃষ্টির কারনে ম্যাচের দৈর্ঘ্য ৪৩ ওভারে নামিয়ে আনা হয়। ফলে ম্যাচ জয়ের জন্য বৃষ্টির আইনে ৪৩ ওভারে ৩৪২ রানের টার্গেট পেল সফরকারী জিম্বাবুয়ে।
আজ সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘অধিনায়ক’ মাশরাফি বিন মর্তুজার বিদায়ী ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় সফরকারী জিম্বাবুয়ে।
ব্যাট হাতে নেমে জিম্বাবুয়ের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও লিটন। উদ্বোধনী জুটিতে ২৪৫ বলে রেকর্ড ২৯২ রান করেন তামিম ও লিটন।
১৬টি চার ও ৮টি ছক্কায় ১৪৩ বলে ১৭৬ রান করেন লিটন। ৭টি চার ও ৬টি ছক্কায় ১০৯ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন তামিম।
তিন নম্বরে নামা মাহমুদুল্লাহ রিয়াদ ৩ ও আফিফ হোসেন ৭ রান করে আউট হন।
জিম্বাবুয়ের পেসার চার্ল মুম্বা ৬৯ রানে ৩ উইকেট নেন।
বাসস/এএসজি./এএমটি/১৯৫০/স্বব