ভূমি ব্যবস্থাপনায় হেডম্যান কারবারীদের ভূমিকা অপরিসীম : মন্ত্রী বীর বাহাদুর

275

বান্দরবান, ৬ মার্চ, ২০২০ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করছে হেডম্যান কারবারীরা ।
আজ শুক্রবার সকালে থানচির হেডম্যান পাড়ায় হেডম্যান ও কারবারীদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনায় স্থানীয় হেডম্যান কারবারীদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি হেডম্যান কারবারীদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
এসময় অনুষ্ঠানে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত,৩৬২ নং থানছি মৌজার হেডম্যান হ্লাফসু, ১৭ তম বোমাং রাজার প্রতিনিধি হেডম্যান সাশৈ প্রু’সহ অনেকে উপস্থিত ছিলেন।