স্ত্রীর ফাইনাল ম্যাচের জন্য স্টার্ককে ছেড়ে দিলো অস্ট্রেলিয়া

156

সিডনি, ৬ মার্চ ২০২০ (বাসস) : আগামী ৮ মার্চ মেলবোর্নে অনুষ্ঠেয় নারী টি-২০ বিশ্বকাপ ফাইনাল লড়বে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলে আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান আলিসা হিলি। তার আরেকটি পরিচয়, অস্ট্রেলিয়ার পুরুষ দলের বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের স্ত্রী তিনি।
বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত স্টার্ক। আগামীকাল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। কিন্তু শেষ ম্যাচে স্টার্ককে দেখা যাবে না।
নারীদের টি-২০ বিশ্বকাপে হিলির দল ফাইনালে উঠায় স্টার্ককে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। কারন মাঠে বসেই স্ত্রীর ফাইনাল ম্যাচটি দেখবেন স্টার্ক।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ার দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘ঘরের মাঠে স্ত্রীর ফাইনাল ম্যাচ দেখা স্টার্কের জন্য জীবনের একমাত্র সুযোগ। তাই আমরা তাকে দেশে ফিরে যাবার অনুমতি দিয়েছি। যাতে দুর্দান্ত একটি ম্যাচে তার স্ত্রীকে সমর্থন দিতে পারে স্টার্ক।’