বাসস ক্রীড়া-৬ : রাজার সেঞ্চুরি

117

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-রাজা
রাজার সেঞ্চুরি
সিলেট, ৬ মার্চ ২০২০ (বাসস) : জিম্বাবুয়ের ১৭তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা।
আজ সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমে সেঞ্চুরি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন রাজা।
২০১৩ সালের ৩ মে দেশের মাটিতে এই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হয় রাজার। একই বছরই টেস্ট ও টি-২০ অভিষেক হয় তার। এরপর দলের অন্যতম খেলোয়াড়ে পরিনত হন তিনি।
এখন পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ১৫ টেস্টে ১০৩৭ রান ও ৩২ উইকেট, ৯৯ ওয়ানডেতে ২৭৪০ রান ও ৫৯ উইকেট এবং ৩২টি টি-২০তে ৪০৬ রান ও ১১ উইকেট শিকার করেন ৩৩ বছর বয়সী রাজা।
জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন গ্র্যান্ট ফ্লাওয়ার। ২২১টি ওয়ানডে খেলেছেন তিনি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন গ্র্যান্টের বড় ভাই এন্ড্রি ফ্লাওয়ার। ২১৩টি।
বাসস/এএমটি/১৭১০/স্বব