বাসস বিদেশ-৭ : চীন ও দ.কোরিয়া থেকে আসা পর্যটকদের আলাদা করে রাখবে জাপান

113

বাসস বিদেশ-৭
স্বাস্থ্য-ভাইরাস-জাপান
চীন ও দ.কোরিয়া থেকে আসা পর্যটকদের আলাদা করে রাখবে জাপান
টোকিও, ৫ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): জাপান করোনাভাইরাস মোকাবেলায় চীন ও দক্ষিণ কোরিয়া থেকে আসা পর্যটকদের আলাদা করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার দৈনিক ইয়োমিউরি একথা জানায়। খবর এএফপি’র।
ওই সংবাদপত্রের খবরে বলা হয়, এ দুই দেশ থেকে আসা সকলকে হাসপাতালে বা অন্য কোন স্থানে আলাদা করে রাখা হবে। এছাড়া জাপান সফর করা থেকে বিরত থাকতে চীন ও কোরিয়ার পর্যটকদের আহ্বান জানাবে এবং তাদের ভিসা স্থগিত করবে।
সংবাদপত্রটি তার প্রতিবেদনের সূত্রের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়া বিষয়ে মন্ত্রি পর্যায়ের টাস্ক ফোর্সের একটি বৈঠকে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দেবেন। বৈঠকটি দিন শেষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৯৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ৩ হাজার ২শ’ জন মারা গেছে। বর্তমানে ভাইরাসটি বিশ্বের প্রায় ৮০টি দেশ ও ভূখন্ডে ছড়িয়ে পড়েছে।
ইয়োমিউরি জানায়, সরকার নারিতা ও কানসাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে চীন ও দক্ষিণ কোরিয়া থেকে আসা বিমানের অবতরণ সীমিত করবে।
উল্লেখ্য, জাপানে এ পর্যন্ত সহ¯্রাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বাসস/এমএজেড/১৭১০/জুনা