পোলার্ডের রেকর্ডময় ম্যাচ

168

পাল্লেকেলে, ৫ মার্চ ২০২০ (বাসস) : বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টি-২০ ক্রিকেটে ৫শ ম্যাচ ও দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০হাজার রানের অনন্য মাইলফলক স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। গতরাতে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে এই রেকর্ড স্পর্শ করেন তিনি।
শ্রীলংকার বিপক্ষে খেলতে নামার আগে টি-২০ ক্রিকেটে পোলার্ডের পরিসংখ্যান ছিলো ৪৯৯ ম্যাচে ৯,৯৬৬ রান। ম্যাচে টস করতে নেমেই প্রথম খেলোয়াড় হিসেবে ৫শ ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়েন পোলার্ড।
তবে ১০হাজার রান স্পর্শ করতে ৩৪ রান প্রয়োজন ছিলো পোলার্ডের। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ রান করে আউট হন পোলার্ড। ফলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ১০হাজার পূর্ণ করেন তিনি।
তার আগে এই ক্লাবে প্রবেশ করেন পোলার্ডের সতীর্থ ক্রিস গেইল। ৪০৪ ম্যাচে ২২টি সেঞ্চুরি ও ৮২টি হাফ-সেঞ্চুরিতে ১৩,২৯৬ রান রয়েছে ওপেনার গেইলের। আর ৫শ ম্যাচে পোলার্ডের রান এখন পাক্কা ১০হাজার। ১টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ-সেঞ্চুরির ইনিংস রয়েছে পোলার্ডের।