জয়পুরহাটে তথ্য আপা প্রকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত

242

জয়পুরহাট, ৫ মার্চ, ২০২০ (বাসস): ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় বৃহষ্পতিবার বেলা ১১টায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নারী পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখায়’ এ স্লোগানে জয়পুরহাট সদর উপজেলার তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন। জাতীয় মহিলা সংস্থা সদর উপজেলার তথ্য আপা নাহিদ নিগারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথি, জাতীয় মহিলা সংস্থা সদর উপজেলার শাখার চেয়ারম্যান মাহবুবা বেগম প্রমূখ। জাতীয় মহিলা সংস্থার অধীন তথ্য আপার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।