জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

430

জয়পুরহাট, ৫ মার্চ, ২০২০ (বাসস) : জয়পুরহাট পৌর এলাকাসহ পার্শবর্তী এলাকার দরিদ্র পরিবারের সাড়ে ৪শ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেছে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান। বৃহষ্পতিবার সকাল ১০টায় পৌর ভবনের সামনে ওই বই বিতরণ করা হয়।
নোট ও গাইড বই থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে এনে মূল পাঠ্যবই পড়তে উৎসাহ প্রদানের জন্য ওই পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বাংলা ও ইংরেজি বিষয়ে অধিক জ্ঞান লাভের জন্য ব্যাকরণ ও ইংলিশ গ্রামার বইসহ মানবিক, বিজ্ঞান ও বাণিজ্যিক বিভাগের বই বিতরণ করা হয়। এরমধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, মানবিক বিভাগের জন্য যুক্তি বিদ্যা ও বাণিজ্যিক বিভাগের শিক্ষার্থীদের মাঝে গণিত, অর্থনীতি, হিসাব বিজ্ঞানের মূল পাঠ্যবই । পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন নোট বা গাইড বই থেকে ছেলে মেয়েদের ফিরে এনে মেধাবী ও আত্মনির্ভরশীল মনোভাব সৃষ্টির লক্ষ্যে মূল পাঠ্য বই প্রদান করা হয়েছে। এ সময় জেলা আওয়ামী -লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রানা কুমার মন্ডল, যুব ও ক্রীড়া সম্পাদক শহীদ ইকবাল সদু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কাউন্সিলর মুক্তারাম দাস, শিক্ষক , অভিভাবকসহ পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।