বাসস ক্রীড়া-৮ : একই মানসিকতা ও ধরন দিয়েই রেকর্ড গড়েছি: তামিম

246

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-তামিম-ব্যাটিং
একই মানসিকতা ও ধরন দিয়েই রেকর্ড গড়েছি: তামিম
সিলেট, ৪ মার্চ ২০২০ (বাসস): সাম্প্রতিক সময়ের একই মানসিকতা ও ব্যাটিং স্টাইল দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড ১৫৮ রান করেছেন বলে জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল।
বুধবার তামিম সাংবাদিকদের বলেন,‘ সত্যিকার অর্থে আমার ব্যাটিং স্টাইলে কোন পরিবর্তন ঘটেনি। বর্তমান সময়ে যে স্টাইলে আমি খেলছি গতকালও একই রকম মেজাজে খেলেছি। কোন কিছুরই পরিবর্তন ঘটাইনি।’
যখন ব্যাটিং পদ্ধতি, বিশেষ করে ধীরগতির ক্রিকেটের কারণে দারুন সমালোচনার মধ্যে সময় কাটাচ্ছেন তামিম , তখনই এমন মাহকাব্যিক এক ইনিংস এসেছে তামিমের ব্যাট থেকে। বাংলাদেশ দলের এই সিনিয়র ব্যাটসম্যানের এই অসাধারণ ইনিংসটি এখন প্রশংসায় ভাসছে। বাংলাদেশী ব্যাটসম্যানের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস খেলেছেন তামিম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ১৩৬ বলের মোকাবেলায় ২০টি চার ও তিনটি ছক্কায় ১৫৮ রান করেন তামিম ইকবাল। এর আগে নিজের ক্যারিয়ারের দ্রুততম ১০৬ বলে সেঞ্চুরি পুর্ন করেন তিনি।
তামিম বলেন, এ ম্যাচে তিনি আলাদা বৈশিষ্ঠ্য মন্ডিত কিছুই করেননি। যে স্টাইলে খেলার কারণে তামিমকে ধুকতে হয়েছে, সেই স্টাইলেই তিনি খেলে গেছেন। বাংলাদেশ ওপেনার বলেন,‘ আপনারা দেখেছেন ১০০ রান পুর্ন হবার আগে কোন বোলারকেই আমি অতিরিক্ত চার্জ করে খেলিনি। শুরু থেকেই আমি দুই তিনিটির বেশী বাউন্ডারী পাইনি। দুই একটি বল আমার পায়ের কাছে এসেছে এবং আমি চারের জন্য সেগুলোকে ফ্লিক করে দিয়েছি। যেদিকে ফাঁকা পেয়েছি সেদিকেই ক্রিকেটিয় স্টাইলে খেলেছি। যে সুযোগগুলো আগের অনেক ম্যাচে পাইনি।’
আগেও আমার স্ট্রাইক রেট ছিল একশতে একশ’। সবাই মনে করছে আমি খেলার ধরন পরিবর্তন করেছি। তবে কিছুই পরিবর্তন করিনি। আমি শুধু কিছু প্রক্রিয়া অনুসরণ করেছি।’
বিশ্বকাপের পর থেকে ভিন্ন ব্যাটিংয়ের কারণে রান খরায় পড়ার বিষয়টি উড়িয়ে দিয়ে তামিম বলেন,‘ আমি ভিন্ন স্টাইলে খেলিনি। যা কিছু ভিন্নতার চেস্টা করেছি তা শুধু নেট অনুশীলনে। নেটে আমি চেস্টা করেছি আউট না হতে। যা কিছু করেছি তা হল খেলায় মানিয়ে নেয়ার জন্য এবং আরো বেশী ভাল খেলার জন্য।’
তবে তার উপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য সতীর্থ খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান টাইগার ওপেনার। সেই সঙ্গে এই সেঞ্চুরিটি তাদের উৎসর্গ করেন। তামিম বলেন,‘ এর বেশীর ভাগ কৃতিত্ব পাবার দাবীদার টিম ম্যানেজমেন্ট। কারণ তারা সব সময় আমার উপর আস্থা রেখেছেন। নেটে এবং টেস্টেও আমি ভাল ব্যাট করেছি। জানতাম আমার জন্য বড় কিছু অপেক্ষা করছে।
আমি ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই। বোর্ড সভাপতি ম্যাচ শুরুর আগে ডেকে নিয়ে প্রেরনামুলক কথা বলেছেন। আমি যখন ফর্মে ছিলামনা তখন অবশ্য কিছু লোক আমাকে কস্টও দিয়েছে। তবে আমার কাছে গুরুত্বপুর্ন হচ্ছে ভক্তকুল, টিম ম্যানেজমেন্ট ও বোর্ড এবং সতীর্থ খেলোয়াড়রা। তারা সব সময় আমার প্রতি আস্থা রেখেছেন। এটি আমার জন্য খুবই গুরুত্বপুর্ন এবং এই সেঞ্চুরিটি আমি তাদের প্রতি উৎসর্গ করছি।’
বাসস/এসএমপি/অনু/এমএইচসি/১৮৪০/স্বব