বাসস দেশ-২২ : বুড়িগঙ্গা-তুরাগ নদীর সংযোগস্থলে বিআইডব্লিউটিএ’র বিশেষ অভিযান

123

বাসস দেশ-২২
বিআইডব্লিউটি-অভিযান
বুড়িগঙ্গা-তুরাগ নদীর সংযোগস্থলে বিআইডব্লিউটিএ’র বিশেষ অভিযান
ঢাকা, ৪ মার্চ, ২০২০ (বাসস) : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে বুড়িগঙ্গা-তুরাগ নদীর সংযোগস্থল চরওয়াশপুর মৌজায় বিশেষ অভিযান পরিচালনা করেছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে ঢাকা নদী বন্দরের আওতাধীন বুড়িগঙ্গা-তুরাগ নদীর সংযোগস্থল চরওয়াশপুর মৌজায় বিশেষ অভিযানে দু’টি পাকা ব্যাংক প্রটেকশন (২,২০০ ফুট দৈর্ঘ ও ৪০ ফুট প্রস্থ), তিনটি পাকা ওয়াল (এক হাজার ফুট), ১০টি অন্যান্য স্থাপনা এবং ৫০ হাজার ঘনফুট মাটি/বালি অপসারন করেছে।’
এছাড়াও আগামী ১০ এবং ১১ মার্চ পুনরায় অভিযান চলবে।
বাসস/সবি/বিকেডি/১৮২৭/শআ