ট্রাম্প কথা বলার কয়েক ঘণ্টার মধ্যে তালেবানের হামলায় ২০ সৈন্য ও পুলিশ নিহত

208

কুন্দুজ (আফগানিস্তান), ৪ মার্চ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তালেবান জঙ্গিদের রাজনৈতিক প্রধানের সাথে ‘অনেক ফলপ্রসু’ কথা বলেছেন। আর তার কথা বলার মাত্র কয়েক ঘণ্টা পর রাতে একের পর এক তালেবান হামলায় কমপক্ষে ২০ আফগান সৈন্য ও পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার সরকারি কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
প্রাদেশিক পরিষদের সদস্য সফিউল্লাহ আমিরি বলেন, ‘তালেবান যোদ্ধারা গত রাতে কুন্দুজ জেলার ইমাম সাহিবে কমপক্ষে তিনটি সেনা ফাঁড়িতে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১০ সৈন্য ও চার পুলিশ সদস্য নিহত হয়েছে।’
গভর্ণরের মুখপাত্র জারগাই এবাদি এএফপি’কে বলেন, জঙ্গিরা মঙ্গলবার রাতে মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ছয় পুলিশ সদস্য নিহত ও সাতজন আহত হয়।