বাসস রাষ্ট্রপতি-২ : বৌদ্ধ ধর্মীয় নেতা শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

249

বাসস রাষ্ট্রপতি-২
হামিদ-শোক
বৌদ্ধ ধর্মীয় নেতা শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা, ৩ মার্চ, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজধানীর কমলাপুর ধর্মরাজিক বুদ্ধিস্ট মহাবিহারের প্রধান এবং প্রখ্যাত বৌদ্ধ ধর্মীয় নেতা শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় লন্ডন অবস্থানরত রাষ্ট্রপতি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শুদ্ধানন্দ মহাথেরো আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ডায়াবেটিস এবং বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
রাষ্ট্রপতি বলেন, একুশে পদকপ্রাপ্ত বুদ্ধিস্ট সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো গৌতম বুদ্ধের শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাষ্ট্রপতি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/এসআইআর/অনু-এবিএইচ/০০০৭/এবিএইচ