বাসস দেশ-৩৬ : বাণিজ্য বাড়াতে নেপালের সঙ্গে পিটিএ স্বাক্ষর করবেন টিপু মুন্সী

209

বাসস দেশ-৩৬
টিপু-পিটিএ-নেপাল
বাণিজ্য বাড়াতে নেপালের সঙ্গে পিটিএ স্বাক্ষর করবেন টিপু মুন্সী
ঢাকা, ৩ মার্চ, ২০২০ (বাসস): বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী আজ বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দু’দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর করার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন ‘নেপাল বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। দু’দশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পিটিএ স্বাক্ষরের মাধ্যমে বাণিজ্য বাড়ানো সম্ভব। বাংলাদেশ ও নেপালের মধ্যে সড়ক যোগাযোগ চালু হয়েছে। রেলপথও চালু করা হবে।
রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ে নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ বিষয়ক সচিব ড. বৈকুণ্ঠ আরিয়ালের নেতৃত্বে নেপালি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর সঙ্গে সাক্ষাত করলে তিনি এ কথা বলেন।
টিপু মুন্সী বলেন, ‘বাংলাদেশ-নেপাল বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বৈঠকে এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
‘উভয় দেশ একমত হলেই শিগগিরই নেপালের সঙ্গে বাংলাদেশ পিটিএ স্বাক্ষর করবে’।
তিনি বলেন, বাংলাদেশ ২০২৪ সালে স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি) পর্যায় থেকে উত্তরণ লাভ করবে এবং ২০২৭ সাল থেকে এলডিসি বাণিজ্য সুবিধা পাবে না। সুতরাং, বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে পিটিএ এবং এফটিএ’র মতো বাণিজ্য চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে।
বাসস/কেইউসি/অনুবাদ-কেজিএ/২০৫৫/-শআ