করোনাভাইরাস : লংকা সফরে করমর্দন করবে না ইংল্যান্ড ক্রিকেটাররা

320

লন্ডন, ৩ মার্চ, ২০২০ (বাসস/এএফপি) : করোনাভাইরাসের সংক্রমন এড়াতে আসন্ন শ্রীলংকা সফরে তার খেলোয়াড়রা করমর্দন এড়িয়ে চলবে বলে জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট।
দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলংকা সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে করোনা ভাইরাস সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রুট এ কথা জানান।
ইয়র্কশায়ারের এ ব্যাটসম্যান বলেন করমর্দনের পরিবর্তে ইংল্যান্ড খেলোয়াড়রা মুষ্টিবদ্ধ হাত জাগিয়ে একে অপরকে শুভেচ্ছা জানাবেন।
সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট চলাকালে এবং তার পুর্বে ইংল্যান্ড দলের বেশ কয়েকজন খেলোয়াড় পেটে পীড়া ও জ্বরে আক্রান্ত হয়।
রুট বলেন,‘ দক্ষিণ আফ্রিকা সফরে দলে যে ধরনের অসুস্থতা ছড়িয়ে পড়েছিল তারপর আমরা নুন্যতম যোগাযোগ রাখার গুরুত্ব সম্পর্কে ভাল করে অবহিত এবং জীবানু এবং ব্যাকটেরিয়া ছড়ানোর প্রতিরোধে আমাদের মেডিকেল টিমের পক্ষ থেকে সত্যিকারের কিছু পরামর্শ দেয়া হয়েছে।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে আগামী শনিবার থেকে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রথম অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড দল।