বাসস বিদেশ-৫ : রাশিয়ায় পুতিন বিরোধী সমাবেশের প্রশংসা মার্কিন দূতের

126

বাসস বিদেশ-৫
যুক্তরাষ্ট্র-রাশিয়া
রাশিয়ায় পুতিন বিরোধী সমাবেশের প্রশংসা মার্কিন দূতের
ওয়াশিংটন, ৩ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সমালোচনা করে রাস্তায় নামা হাজার হাজার রাশিয়ানের প্রশংসা করেছেন একজন মার্কিন দূত।
লিবারেল নেতা বরিস নেমস্তভের পঞ্চম হত্যাবার্ষিকী উপলক্ষে রাশিয়ার বিরোধীরা শনিবার এ সমাবেশের আয়োজন করে। তারা অনির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা না করতে পুতিনকে সতর্ক করেন।
অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কো অপারেশন ইন ইউরোপের মার্কিন দূত জিম গিলমোর বলেন, সমাবেশে অংশ নেয়া হাজার হাজার সাহসী রাশিয়ানকে তিনি অভিনন্দন জানাতে চান।
ওয়াশিংটনে তিনি সাংবাদিকদের আরো বলেন, বিক্ষোভকারীরা কেবল ন্যায়বিচার নয় এমন একটি সরকার চাচ্ছে যারা জনগণের কাছে আরো বেশি দায়বদ্ধ।
দুই দশক ধরে রাশিয়ার নেতৃত্ব দেয়া পুতিন এর আগে বিক্ষোভকারীদের উস্কানি দেয়ার জন্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন। কিন্তু রাশিয়ার বিরোধীরা এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অভিযোগ অস্বীকার করে।
বাসস/জুনা/১৯০০/আরজি