করোনাভাইরাসের কারনে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিল হতে পারে

236

সিডনি, ৩ মার্চ ২০২০ (বাসস) : কুয়েত ও নেপালের বিপক্ষে চলতি মাসে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ করোনাভাইরাসের কারনে স্থগিত হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সোমবার জানিয়েছে মার্চ ও জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো নিয়ে তারা দ্রুতই ফিফার সাথে সভায় বসবে।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে এএফসি জানিয়েছে বেশ কয়েকটি জাতীয় দলই ম্যাচ আয়োজন কিংবা অন্য দেশে গিয়ে এই ম্যাচগুলো খেলতে অনীহা প্রকাশ করেছে। স্বাস্থ্য ও ভ্রমন সংক্রান্ত নিষেধাজ্ঞার বিষয়টি এখানে মূখ্য হয়ে দেখা দিচ্ছে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ২৬ মার্চ পার্থে কুয়েতকে আতিথ্য দেবার পাশাপাশি ৩১ মার্চ নেপালের বিপক্ষে খেলতে কাঠমান্ডুতে যাবার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। এরপর জুনে তাইওয়ান ও জর্ডানের বিপক্ষে ঘরের মাঠে বাছাইপর্বের ম্যাচের মাধ্যমে প্রথম পর্ব শেষ করবে সকারুজরা।
চার ম্যাচের চারটিতেই জয়ী হয়ে বর্তমানে বাছাইপর্বে গ্রুপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।