বাজিস-১০ : হবিগঞ্জ সদরে ভাতাভোগিদের উন্মুক্ত বাছাই অনুষ্ঠিত

124

বাজিস-১০
হবিগঞ্জ- ভাতাভোগি
হবিগঞ্জ সদরে ভাতাভোগিদের উন্মুক্ত বাছাই অনুষ্ঠিত
হবিগঞ্জ, ৩ মার্চ ২০২০ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল ও প্রতিবন্ধী ভাতাভোগিদের উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হাসান রুবেল হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস।
জেলায় সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলায় ২০১৯-২০ অর্থবছরে মোট ভাতা পাচ্ছেন দশহাজার ৬৯৩ জন। এর মাঝে প্রতিবন্ধী দুইহাজার ৩৪৯, বিধবা একহাজার ৯৫৪ এবং বয়স্ক ভাতা পাচ্ছেন ছয়হাজার ৩৯০ জন।
বাসস/সংবাদদাতা/১৮৪৫/এমকে