একদিনের ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান করলো বাংলাদেশ

143

সিলেট, ৩ মার্চ ২০২০ (বাসস) : গত রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ৩২১ রান করেছিলো স্বাগতিক বাংলাদেশ। সেটি ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
একদিন পর আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে রোববারের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ। আজ সিলেটেই সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান করে বাংলাদেশ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ হিসেবে রেকর্ড বইয়ে স্থান নিলো।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান করেছিলো বাংলাদেশ। দলের পক্ষে মুশফিকুর রহিম অপরাজিত ১০২ রান করেছিলেন। ম্যাচটি ৪৮ রানে হেরেছিলো।