বাসস ক্রীড়া-৫ : ২০২২ সালের ইউরোপা লিগের ফাইনাল হবে বুদাপেস্টে

114

বাসস ক্রীড়া-৫
ফুটবল-ইউরোপা লিগ
২০২২ সালের ইউরোপা লিগের ফাইনাল হবে বুদাপেস্টে
এ্যামাস্টারডাম, ৩ মার্চ ২০২০ (বাসস) : ২০২২ সালের ইউরোপা লিগের ফাইনালের ভেন্যু হিসেবে বুদাপেস্টের নাম ঘোষনা করা হয়েছে। এ্যামাস্টারডামে সোমবার উয়েফার কার্যনির্বাহী কমিটির সভা শেষে এই ঘোষনা দেয়া হয়।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস এরিনা স্টেডিয়ামটি গত নভেম্বরে খুলে দেয়া হয়েছে। ২০২০ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে একমাত্র সম্পূর্ণ নতুন ভেন্যু হিসেবে এই স্টেডিয়ামটি ব্যবহৃত হবে।
এ বছর ইউরোপা লিগের ফাইনাল হবে পোলিশ শহর ডানাস্কে। ২০২১ সালের সেপ্টেম্বরে পরবর্তী ফাইনালটি অনুষ্ঠিত হবে সেভিয়ার র‌্যামস সানচেজ পিজুয়ানে।
এছাড়াও ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা আগামী দুই বছরের নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যুর নামও ঘোষনা করেছে। ২০২২ সালে তুরিনের পর ২০২৩ সালের ফাইনাল হবে এইনডোভেনে।
এদিকে ২০২২ সালের উয়েফা সুপার কাপ হবে হেলসিঙ্কি অলিম্পিক স্টেডিয়ামে। আর পরের বছরের ভেন্যু হিসেবে কাজানের নাম ঘোষনা করা হয়েছে।
ইতোমধ্যেই ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু হিসেবে সেইন্ট পিটার্সবার্গের নাম ঘোষনা করেছে উয়েফা। পরের দুই বছর যা অনুষ্ঠিত হবে যথাক্রমে মিউনিখ ও ওয়েম্বলীতে।
বাসস/এএফপি/অনু/নীহা/১৭৪০/স্বব