বাসস ক্রীড়া-৪ : এ্যাথলেটিকো মিনেইরোর দায়িত্ব নিলেন সাম্পাওলি

102

বাসস ক্রীড়া-৪
ফুটবল-কোচ
এ্যাথলেটিকো মিনেইরোর দায়িত্ব নিলেন সাম্পাওলি
রিও ডি জেনিরো, ৩ মার্চ ২০২০ (বাসস) : ব্রাজিলিয়ান শীর্ষ সারির দল এ্যাথলেটিকো মিনেইরোর কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আর্জেন্টিনা ও চিলির সাবেক কোচ জর্জ সাম্পাওলি। এক টুইটার বার্তায় ক্লাব সভাপাতি সার্জিও সেত্তে কামারা এই তথ্য নিশ্চিত করেছেন।
গত মৌসুমে ৫৯ বছর বয়সী সাম্পাওলির অধীনে সান্তোস ব্রাজিলিয়ান লিগে রানার্স-আপ শিরোপা অর্জন করেছিল। আগামী এক বছরের জন্য তিনি এ্যাথলেটিকো মিনেইরোর দায়িত্ব পেয়েছেন। ব্রাজিলিয়ান কাপে চতুর্থ বিভাগের ক্লাবের কাছে হতাশাজনক পরাজয়ের পর ভেনেজুয়েলার রাফায়েল ডুডামেলকে কোচের পদ থেকে বরখাস্ত করে এ্যাথলেটিকো। তার স্থানেই নতুন কোচ হিসেবে সাম্পাওলিকে দায়িত্ব দেয়া হয়েছে।
২০১২-২০১৬ পর্যন্ত চিলি ও ২০১৭-২০১৮ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন সাম্পাওলি।
বাসস/এএফপি/অনু/নীহা/১৭৩৫/স্বব