ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে ফেরিডুবিতে ১৮ জনের মৃত্যু

217

সাওপাওলো, ৩ মার্চ ২০২০ (বাসস ডেস্ক) : ব্রাজিলের আমাজন রেইনফরেস্ট এলাকায় ফেরিডুবিতে ১৮ জন মারা গেছে। সোমবার ব্রাজিল কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।
কর্তৃপক্ষ আরো জানায়, শনিবার জেরি নদীতে ফেরিটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৮ জনের মৃত্যু ও ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও ৩০ জন নিখোঁজ রয়েছে। প্রাথমিক ভাবে ফেরিটিতে যে পরিমাণ লোক ছিল ধারণা করা হয়েছিল বাস্তবে সে সংখ্যা তারচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কাজে হেলিকপ্টার, বিমান ও ডুবুরি নিয়োজিত রয়েছে।
ব্রাজিলের নৌবাহিনী বলেছে, তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে।
আন্না কেরোলিন-৩ নামক দোতলা ফেরিটি শুক্রবার দুপুরে ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় আমাপা রাজ্যের রাজধানী মাকাপা নগরী থেকে প্রতিবেশি প্রদেশ পারার সান্তারেম নগরীর উদ্দেশ্যে যাত্রা করে। ভ্রমণের সময়কাল ছিল ৩৬ ঘন্টার।
দুর্ঘটনার নয় ঘন্টা পর উদ্ধারকারী হেলিকপ্টারগুলো এসে পৌঁছায়। কারণ ওই অঞ্চল খুবই দুর্গম।