নড়াইলে ‘মুজিববর্ষ’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

404

নড়াইল, ৩ মার্চ, ২০২০ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন এবং ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামি ৭ মার্চ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ প্রাঙ্গনে বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ, মুজিবকোট পরিহিত অবস্থায় সহ¯্রকন্ঠে বঙ্গবন্ধুর ৭মার্চের ঐতিহাসিক ভাষণ উচ্চারণ, বাংলাদেশের মানব মানচিত্র ও জাতীয় পতাকা প্রদর্শন, সহ¯্রকন্ঠে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন, ১৬ মার্চ চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ৭মার্চের ঐতিহাসিক ভাষন প্রতিযোগিতা, ১৭ মার্চ ৩১বার তোপধ্বনির মাধ্যমে জন্মশতবার্ষিকীর শুভ সূচনা, সকল সরকারি-আধাসরকারি- স্বায়ত্বশাসিত- বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশু সমাবেশ, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা, আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ এবং পুনর্বাসিত অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে অনুদান প্রদান, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান।