বাসস দেশ-৬ : ঢাবি’র পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

126

বাসস দেশ-৬
ঢাবি-নবীন বরণ
ঢাবি’র পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত
ঢাকা, ৩ মার্চ, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২০ আজ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সুমন কান্তি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মুসলিমা খাতুন পান্না ও শাকিলা তারিন বক্তৃতা করেন।।
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, সততা, সাহস,স্বপ্ন ও কাঙ্খিত লক্ষ্য না থাকলে পরিপূর্ণ মানুষ হওয়া যায় না।
তিনি বলেন, যোগ্য লোকের অভাবে যে কোন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যেতে পারে তাই সমাজের সব ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। ধর্ম, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে যারা মহাজ্ঞানী তাদের অনুসরণ করে সমাজকে আলোকিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাসস/সবি/এফএইচ/১৪১০/-এমএবি