বাসস দেশ-৪ : বেসরকারি টিভি চ্যানেলকে শিল্প হিসেবে ঘোষণার জন্য আইনি নোটিশ

126

বাসস দেশ-৪
টিভি-নোটিশ
বেসরকারি টিভি চ্যানেলকে শিল্প হিসেবে ঘোষণার জন্য আইনি নোটিশ
ঢাকা, ৩ মার্চ ২০২০(বাসস) : বেসরকারি টেলিভিশন (টিভি) চ্যানেলগুলোকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।
রেজিস্ট্রি ডাকযোগে আজ এ নোটিশ পাঠান আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।
নোটিশে বলা হয়, ‘২০১৫ সালের ৫ মে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ৩৩টি সেবাখাতকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য খসড়া শিল্প নীতির পরিশিষ্ট-৩ এ একটি প্রস্তাবিত খসড়া তালিকা সন্নিবেশিত হয়েছে। সেখানে নিউজ পেপার শিল্প বা সংবাদপত্রসহ ৩৩টি রয়েছে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। যেহেতেু অর্থনীতিতে প্রাইভেট চ্যানেলগুলো যথেষ্ট অবদান রাখছে। বিশ্বের বিভিন্ন দেশে ও টেলিভিশন চ্যানেলকে শিল্প হিসাবে ঘোষণার নজির রয়েছে। আমাদের দেশে কর্মকর্তা কর্মচারীর সুরক্ষা এবং উন্নত সেবা পাওয়ার নিশ্চয়তার লক্ষ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে শিল্প হিসেবে ঘোষণা করলে সেবার মান অনেক বৃদ্ধি পাবে। জনস্বার্থে বেসরকারী টিভি চ্যানেলগুলোকে আগামী সাত দিনের মধ্যে শিল্প হিসাবে ঘোষণার অনুরোধ করা হল। অন্যথায় দেশের ভোক্তা এবং দেশের বৃহত্তর স্বার্থে বিভিন্ন তথ্য উপাত্ত সন্নিবেশিত করে উচ্চ আদালতের আশ্রয় গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বাসস/এএসজি/ডিএ/১২৫৫/-এমএসআই