বাসস দেশ-১৬ : চট্টগ্রামে আগুনে পুড়ে দু’জনের মৃত্যু

249

বাসস দেশ-১৬
চট্টগ্রাম-অগ্নিকান্ড-মৃত্যু
চট্টগ্রামে আগুনে পুড়ে দু’জনের মৃত্যু
চট্টগ্রাম, ২ মার্চ ২০২০ (বাসস) : চট্টগ্রাম মহানগরীর হালিশহরে একটি সেমিপাকা কলোনিতে আগুনে দগ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছেন- কুমিল্লার মোহন (৩৩) ও চাঁদপুরের কচুয়া এলাকার জাকির হোসেন। এ অগ্নিকা-ে আরো একজন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত দেড়টায় হালিশহর বড়পোলের হাজী জহিরুল ইসলামের কলোনিতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর ইউনিটের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সেমিপাকা এ কলোনিতে মুখোমুখি দুই লাইনের ঘর ছিল। সামনে সরু একটি হাঁটার পথ। আগুনের ভয়াবহতা দেখে কলোনির বাসিন্দাদের অনেকে বের হয়ে আসলেও ভেতরে আটকে ছিলেন তিনজন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর মোহন ও জাকিরের দগ্ধ মরদেহ ভেতরে পাওয়া যায়।
অপর আহত ব্যক্তি পঞ্চাশোর্ধ কবিরকে চমেক হাসপাতালে পাঠানো হয়।তব্ েতার অবস্থা আশঙ্কাজনক নয়। আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বলেছেন, তদন্তের পর উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বাসস/কেএস/এমএমবি/২০২৭/শআ