ইন্দোনেশিয়ায় প্রথম করোনা সনাক্ত

201

জাকার্তা, ২ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ায় প্রথম করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী তেরাবান আগুস পুত্রান্ত জানান, জাকার্তার এক হাসপাতালে ৬৪ বছর বয়সী এক নারী ও তার ৩১বছর বয়সী কন্যা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
তিনি রাজধানীতে সাংবাদিকদের জানান, আক্রান্ত উভয়ের অবস্থাই ভালো। তাদের শ্বাসপ্রশ্বাসে মারাত্মক কোনো জটিলতা নেই।
কর্মকর্তারা মনে করছেন, আক্রান্তরা সম্ভবত জাপানের এক নাগরিকের সংস্পর্শে এসেছিলেন। মালয়েশিয়া থেকে ফেরার পর জাপানী ওই নাগরিকের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।