রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৮৬ হাজার পরীক্ষার্থী

491

বগুড়া, ২ মার্চ, ২০২০ (বাসস) : জেলার ৩২টি কেন্দ্রসহ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রায় ১ লাখ ৮৬ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। ১ এপ্রিল উচ্চ মধ্যমিক পরীক্ষা শুরু হবে । এ বিভাগের ১৯৯ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে । ইতিমধ্যেই চূড়ান্ত কেন্দ্র তালিকা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।
বগুড়া জেলার কেন্দ্রগুলো হচ্ছে, সরকারী এ.এইচ. কলেজ, সরকারি এম.আর.মহিলা কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া কলেজ, জাহিদুর রহমান মহিলা কলেজ, পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, নুনগোলা ডিগ্রী কলেজ, দুপচাঁচিয়া জে.কে. কলেজ, দুপচাঁচিয়া মহিলা কলেজ, সারিয়াকান্দি কলেজ, সারিয়াকান্দি আব্দুল মান্নান সরকারী মহিলা কলেজ, ধুনট কলেজ, ধুনট মহিলা কলেজ, সৈয়দ আহম্মদ কলেজ সুখানপুকুর, গাবতলি সরকারি কলেজ, মহাস্থান মাহিসাওয়ার কলেজ, শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ, মোকামতলা মহিলা কলেজ, চৌধুরী আদর্শ মহিলা কলেজ, শেরপুর কলেজ, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইঃ মহিলা কলেজ, মনছুর হোসেন কলেজ, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ, কাহালু সরকারি কলেজ, কাহালু আদর্শ মহিলা কলেজ, সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, নাজির আক্তার সরকারি কলেজ, সান্তাহার সরকারি কলেজ, আদমদিঘী রহিম উদ্দিন কলেজ, নসরতপুর কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজ কেন্দ্রে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও সিরাজগঞ্জে ২৮টি, পাবনায় ২৬টি, নওগাঁয় ২৬, নাটোর ২০, চাঁপাইনবাবগঞ্জ ১৫, রাজশাহীতে ৪০ ও জয়পুরহাটে ১২টি কেন্দ্রেসহ মোট ১৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় প্রায় ১ লাখ ৮৬ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জহিরুল হক নিশ্চিত করেছেন।