বাসস দেশ-২৪ : গোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ৫ জন নিহত

210

বাসস দেশ-২৪
দুর্ঘটনা-নিহত
গোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ৫ জন নিহত
গোপালগঞ্জ, ১ মার্চ, ২০২০ (বাসস) : গোপালগঞ্জে আজ একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে।
খাদে পড়ে যাবার পর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু হয়। ভাঙ্গা হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যায়।
রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া – তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ফরিদ শেখ (৩৫), কাশিপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাদপুর জেলার ফরিদগঞ্জের মাসুদ শেখ ( ৪০), নারায়নগঞ্জের গার্মেন্টেস ব্যবসায়ি খোকন মিয়া (৩৩) ও আবদুল মান্নান (৪০)।
মুকসুদপুর থানার ওসি জানান, নিহতরা সকলেই নারায়নগঞ্জের ব্যবসায়ি। তারা পর্যটন নগরি কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
ভাংগা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, রোববার বিকাল সাড়ে তিনটার দিকে একটি প্রাইভেট কারে তারা কুয়াকাটা থেকে ঢাকায় ফেরছিলেন। তারা ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া তপারকান্দি ব্রীজের নিকট পৌছলে সড়কের স্প্রীড ব্রেকারে ধাক্কা লেগে প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২০১৫/অমি