বাসস দেশ-১৯ : শাহজালাল বিমানবন্দরে ১৫টি সোনার বার আটক

225

বাসস দেশ-১৯
সোনার বার-আটক
শাহজালাল বিমানবন্দরে ১৫টি সোনার বার আটক
ঢাকা, ১ মার্চ, ২০২০ (বাসস): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দা সদস্যরা ১৫টি সোনার বার আটক করেছে, যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা।
রোববার সকাল ১১টায় কলকাতাগামী ইউ এস বাংলা এয়ারলাইনস (ফ্লাইট নং-বিএস ২০১) এর যাত্রী মো. পাশার বহনকৃত ব্যাগ ও দেহ তল্লাশি করে জুতার ভিতর থেকে ১৪ টি ও জামার পকেট থেকে ১টি সহ মোট ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। যাত্রীর পাসপোর্ট নং-ইই ০১৩৭৫৪৬।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত সোনার বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
বাসস/সবি/আরআই/১৯০৫/-শআ