মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি শুরু

439

ঢাকা, ১ মার্চ ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও মহান স্বাধীনতা দিবস ২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বিভিন্ন কর্মসূচি শুরু করেছে।
আজ সকালে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। পরে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া ও একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা উপস্থিত ছিলেন।
এতে সভপতিত্ব করেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, মানুষের কল্যাণে জনহিতকর কাজ করা বঙ্গবন্ধুর সবচেয়ে বড় আদর্শ। ক্ষুধা-দারিদ্র মুক্ত সুখী-সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই ছিল বঙ্গবন্ধুর একমাত্র স্বপ্ন। বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ।