বাসস বিদেশ-৬ : করোনা ভাইরাস মোকাবেলায় ইরানকে সহযোগিতা করতে প্রস্তুত ট্রাম্প

125

বাসস বিদেশ-৬
ট্রাম্প ইরান
করোনা ভাইরাস মোকাবেলায় ইরানকে সহযোগিতা করতে প্রস্তুত ট্রাম্প
অক্সন হিল(যুক্তরাষ্ট্র), ১ মার্চ, ২০২০(বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় ইরান সাহায্য চাইলে তিনি তেহরানকে সহযোগিতা করতে প্রস্তুত। শনিবার ওয়াশিংটনের কাছে বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্সে (সিপিএসি) ট্রাম্প বলেন, এই সংকট মোকাবেলায় আমরা ইরানকে সাহায্য করতে পারি। আমরা সতিক্যারভাবেই তা করতে চাই। তবে তারা যদি এ বিষয়ে আমাদের সহযোগিতা চায়।
করোনা ভাইরাস বিশ্বের ৬১টি দেশে ছড়িয়ে পড়েছে। শনিবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী আরো নয়জনের মৃত্যুর খবর জানিয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট ৪৩ জন মারা গেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৯৮০ সাল থেকেই কোন কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ইরানের সাথে করা ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
বাসস/জুনা/১৭৪৮/কেএমকে